বৈরুত বিস্ফোরণে শোক প্রকাশে যা বললেন মুশফিক-রিয়াদরা
মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় হয়ে যাওয়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৩৫ জনে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো। আহত চার হাজারেরও বেশি মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা ও হাসপাতালগুলো।
বিস্ফোরণের ভয়াবহতা এতোটাই তীব্র ছিল যে, দেড়শত মাইল দূরে সাইপ্রাসেও এর ধাক্কা টের পাওয়া গেছে। বিস্ফোরণের ধাক্কায় বৈরুতে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।
ভয়াবহ সেই বিস্ফোরণের দৃশ্য ভিডিওতে দেখেই হৃদয় কেঁপে উঠেছে বিশ্ববাসীর।
রাতে ঘুমিয়ে পড়ায় দেশের অনেকেই জানতেন না বৈরুতের সেই বিস্ফোরণের কথা।
গতকাল সকালে খবরটা দেখে স্তম্ভিত হয়ে পড়ে জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
এ নিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘ঘুম থেকে উঠেই কী ভয়ংকর খবর পেলাম! প্লিজ বৈরুতের জন্য সবাই প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন।’
বিস্ফোরণে হতাহতের খবরে খুব কষ্ট পাচ্ছেন ‘পঞ্চপাণ্ডবে’র আরেকজন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ফেসবুকে লিখেছেন, ‘হায় আল্লাহ! সকালে এই ভয়ংকর খবরটা দেখে অনেক কষ্ট পেয়েছি, স্তম্ভিত হয়ে গেছি। প্লিজ লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’
ভয়াবহ সেই ঘটনা কাঁপিয়ে দিয়েছে ওপেনার লিটন দাসকেও। তিনি স্রষ্টার উদ্দেশে প্রার্থনা করেছেন, ‘বৈরুতে বিধ্বংসী বিস্ফোরণে যারা আহত হয়েছেন, সবার নিরাপদ ও দ্রুত আরোগ্য কামনা করছি। লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’