সোনারগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে জাগ্রত ৯৪-এর উদ্যোগে বৃক্ষরোপণ

মুজিববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোমবার দুপুরে জাগ্রত ৯৪-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ৯৪ ব্যাচের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত জাগ্রত ৯৪ সংগঠন ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন-উদ্ধবগঞ্জ সড়কের ড. এমএ সাত্তার কেন্দ্রীয় গণবিদ্যালয় এলাকায় ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ওসি (তদন্ত) আজাহার, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, বিসিবির কর্মকর্তা আরেফিন জনি, সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর প্রার্থী কাউসার আহমেদ, যুবলীগ নেতা শাহাবুদ্দিন, ইউপি সদস্য সেলিম মিয়া, আলম চাঁন প্রমুখ।

জাগ্রত ৯৪-এর আহবায়ক কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এর অন্যতম সংগঠক জসিম উদ্দিন, কামাল হোসেন, পারভেজ আলম, আমির হোসেন, জুয়েল রানা, তারিকুল ইসলাম, হাবিবুর রহমান, আজিজুল, নাসির উদ্দিন, আলী হায়দার, আবু বক্কর, ফিরোজ, নুরুজ্জামান, পল্টু, উজ্জ্বল, হিরালাল বাদশা, পপি আক্তার, ময়না আক্তার, বশির আহমেদ, বহুলুল, হুমায়ুন কবির, আসাদ, খোকন, সেলিম, ফিরোজ, সৈকত হাসান, মুজিবুর রহমান প্রমুখ।

সংগঠনটির উদ্যোগে- ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ বিভাগের অন্যান্য