হাজ্বীদের সবার করোনা টেস্টে নেগেটিভ
করোনাভাইরাস এর প্রাদুর্ভাব এর কারণে এবার সীমিত আকারে হজ্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সৌদি সরকার।
মাত্র ১০ হাজার সৌভাগ্যবান হাজ্বী এবার হজ্বের সুযোগ লাভ করেছেন। স্বাস্থ বিধি লক্ষ্য রাখতে নিয়মিত তাদের করোনা টেস্ট করা হচ্ছে।
শুক্রবার (৩১ জুলাই) সবার করোনা টেস্টে নেগেটিভ ফলাফল আসে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাজ্বীদের সেবার জন্য এবার ৮ হাজার লোক নিয়োগ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ৬ টি হাসপাতাল, ৫১ টি ক্লিনিক এবং ২০০ এম্বুলেন্স বরাদ্দ রয়েছে।
হাজ্বীদের সার্বক্ষণিক চেকআপের জন্য বিভিন্ন যায়গায় ৬২ টি ফিল্ড টীম গঠন করা হয়েছে।