যুগান্তরের সিনিয়র সম্পাদনা সহকারী নজরুল ইসলাম আর নেই

দৈনিক যুগান্তরের সিনিয়র সম্পাদনা সহকারী নজরুল ইসলাম (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বৃহস্পতিবার রাতে অফিস শেষে মেরাদিয়ার বাসায় ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর তিনি আর জাগেননি।

যুগান্তর প্রতিষ্ঠার পরপরই তিনি সম্পাদনা সহকারী পদে যোগ দেন। এরপর প্রায় দুই দশক তিনি সেখানে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে যুগান্তরের সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু গভীর শোক প্রকাশ করেছেন।

তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিনি একজন প্রবীণ সদস্য।

এ বিভাগের অন্যান্য