সিলেটে ৭১ টি চোরাই মোবাইলসহ দুজন গ্রেপ্তার

সিলেটের শাহপরাণ থানা এলাকার মুরাদপুর থেকে ৭১টি ভারতীয় চোরাই মোবাইলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। উদ্ধারকৃত চোরাই মোবাইলের মূল্য সাড়ে ১৮ লাখ টাকা বলে জানায় র‌্যাব। এসময় চোরাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের সোমবার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এরআগে রবিবার (২৬ জুলাই) রাতে র‌্যাব- ৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপশহরের মৃত আব্দুল বাছিরের ছেলে বুখাইর আহমেদ (২৯) ও আব্দুল মতিন সোহেলের ছেলে পলাশ আহমেদ (২৯)।

চোরাই মোবাইলসহ গ্রেপ্তারের বিয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (মিডিয়া)। তিনি জানান, গ্রেফাতারকৃতরা ভারত থেকে চোরাই মোবাইল সিলেটে নিয়ে আসার পথে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত অসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করেছে।

এ বিভাগের অন্যান্য