ভিয়েতনামে স্কুলের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস উল্টে নিহত ১৩

ভিয়েতনামে একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের ভাড়া করা একটি বাস রোববার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১৩ জন প্রাণ হারান।

বাসটিতে ডং হোই উচ্চ বিদ্যালয়ের ৪০ জন সাবেক শিক্ষার্থী ছিল। তারা তাদের গ্র্যাজুয়েশনের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে মধ্য কোয়ং বিনহ প্রদেশে বিদ্যালয়টিতে যাচ্ছিলেন। খবর দ্যা জাকার্তা পোস্টের।

মহাসড়কে একটি বিপজ্জনক মোড় ঘোরার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১৩ আরোহী নিহত হন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় বাসের বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি ঢাল বেয়ে নামার সময় এটির ব্রেক ভেঙে যায়। এর পরই এ দুর্ঘটনা ঘটে।

মূলত ভিয়েতনামে সড়কপথে ভ্রমণ বেশ বিপজ্জনক বিষয়ে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, দেশটিতে সড়ক দুর্ঘটনাজনিত আঘাত ১৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ।

চলতি বছরের প্রথম ছয় মাসে এখন পর্যন্ত ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।

এ বিভাগের অন্যান্য