নতুন পাঁচ গান নিয়ে আসছেন অনন্যা রুমা

সঙ্গীতশিল্পী, পরিচালক ও ইভেন্ট অর্গানাইজার হিসেবে পরিচিত মুখ অনন্যা রুমা পাঁচটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। প্রতিটি গানেই সুরকার ও গীতিকার হিসেবে কাজ করেছেন তিনি।

একটি গানের সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাসার পংকজ। এতে রুমার সঙ্গে সহশিল্পী হিসেবে রয়েছেন খালিদ মুন্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একটি গান করেছেন তিনি। অন্যদিকে ক্লোজআপ ওয়ান শিল্পী সুজন আরিফ ও রাফাতকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী একটি গানও গেয়েছেন এ সঙ্গীতশিল্পী। পাশাপাশি তার গাওয়া দিওয়ানা গানের সিকুয়্যালও করছেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া ভারতীয় শিল্পী রেক্স ডি’সুজার সঙ্গেও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এসব গান প্রসঙ্গে অনন্যা রুমা বলেন, ‘প্রতিটি গানের কথা ও সুর করেছি আমি। এ ছাড়া আমার সহশিল্পীরা খুব পরিশ্রম করেছেন। দরদ দিয়ে কাজ করেছেন। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি শ্রোতাদের কাছে গানগুলো খুব ভালো লাগবে।’ এর আগে ১২টি অ্যালবাম প্রকাশ হয়েছে অনন্যা রুমার।

এ বিভাগের অন্যান্য