নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল ট্রাক, শিশু নিহত

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে একটি ট্রাক। এ সময় চাপা পড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ঝিনুক (৭)। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব-দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- দক্ষিণ চরপাড়ার নিহত শিশু ঝিনুকের বাবা মৃত আনু মিয়ার ছেলে শফি মিয়া (৪২), তার মেয়ে শাহজাদী (১৭), স্ত্রী রুমা (৩৫) ও একই গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে নুরু মিয় (৬৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম ও পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাদিকুল বারি জানান, ভোর সোয়া ৪টার দিকে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুসংলগ্ন পূর্ব পাড়ের সড়কের ঢালু দিয়ে সোজা নিচে দক্ষিণ চরপাড়া নামক স্থানে নুরু মিয়ার (৬৫) দোকানঘর গুঁড়িয়ে দিয়ে বসতঘরে ঢুকে পড়ে।

এ সময় ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঝিনুকের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য