করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দ্বিতীয় দিনের মতো হাজারের ওপর
যুক্তরাষ্ট্রে করোনায় দ্বিতীয় দিনের মতো এক হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। বুধবার আলবামা, ক্যালিফোর্নিয়া, নেভাদা ও টেক্সাসে ভাইরাসে সংক্রমণ রেকর্ডসংখ্যক বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।
গত মে মাসের পর থেকে যুক্তরাষ্ট্রে করোনায় একটানা দুদিন এক হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু খবর শোনা যায়নি।
সংক্রমণ বাড়ার কয়েক সপ্তাহ পর অন্তত ২৩টি রাজ্যে মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার দেশটিতে করোনায় এক হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন মহামারীতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজারে।
এ ছাড়া সেখানে এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখের বেশি। বুধবার টেক্সাসে ১৯৭, ক্যালিফোর্নিয়ায় ১৫৯, ফ্লোরিডায় ১৪০ ও ওহাইয়োতে ১০৬ জনের মৃত্যু হয়েছে।
তবে আমেরিকায় মৃত্যুর সংখ্যা বাড়লেও এপ্রিলের তুলনায় তা কম রয়েছে। তখন দিনে গড়ে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সপ্তাহের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে টেক্সাসে কাউন্টিতে হিমায়িত ট্রাকে মরদেহ রাখা হয়েছে।
মেক্সিকো সীমান্তের দক্ষিণে হিডালগো কাউন্টিতে গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। মৃত্যুর সংখ্যাও দ্বিগুণ বেড়ে ৩৬০ জন হয়েছে।