এবার কৃষ্ণাঙ্গের গলায় হাঁটু তুলে লন্ডনে পুলিশ সাসপেন্ড
গ্রেফতারের সময়ে এক কৃষ্ণাঙ্গের গলা হাঁটু দিয়ে চেপে ধরার অভিযোগে এবার লন্ডনে সাসপেন্ড হলেন এক পুলিশ কর্মকর্ত
গত মাসে অনেকটা একইভাবে মার্কিন পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যা ঘিরে ক্ষোভ এখনও কমেনি। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর লন্ডনের ইজ়লিংটনের এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হলো শোরগোল। কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। খবর বিবিসির।
পুলিশ জানায়, মারকাস কাউটেন নামে ৪৮ বছরের ওই কৃষ্ণাঙ্গ রাস্তায় ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ।
ভিডিও ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরা মারকাসকে মাটিতে ঠেসে ধরেছে দুই অফিসার। একজনের হাঁটু তার গলায়, হাত দিয়ে মাথাটা চেপে ধরা।
মারকাস বলছেন, ‘আমার গলা থেকে নামুন… আমি কোনো ভুল করিনি… গলা থেকে নামুন।’
এ ঘটনা ‘অত্যন্ত উদ্বেজনক’ বলে ব্যাখ্যা করেছেন লন্ডন পুলিশের ডেপুটি কমিশনার স্টিভ হাউস। তিনি জানান, ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে থানায় নিয়ে এসে এক পুলিশ ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মনে হচ্ছিল ওই লোকটিকে মেরেই ফেলবে পুলিশ। ঠিক যেভাবে ফ্লয়েডকে মারা হয়েছিল।’
ডেপুটি পুলিশ কমিশনার স্টিভ বলেছেন, ‘অপরাধীদের অনেক সময়েই যে কায়দায় ধরা হচ্ছে তা বেশ চিন্তার। প্রশিক্ষণের সময়ে এসব শেখানো হয় না।’
তিনি জানান, এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলেও অন্য একজনকে আপাতত কাজের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত বিব্রত। দ্রুত নিরপেক্ষ তদন্ত হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।