বেগুনি দ্বীপ!
দক্ষিণ কোরিয়ায় বেগুনি দ্বীপ ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণীয় স্থান। এই দ্বীপের সবকিছুই বেগুনি রঙের। বানোয়াল আর পার্কজি-এই দুটি দ্বীপ মিলে তৈরি করা হয়েছে বেগুনি-রাজ্য।
এই দুটি দ্বীপকে সংযুক্ত করা হয়েছে ঝলমলে বেগুনি রঙের একটি সেতু দিয়ে। দুটি দ্বীপের সব বাড়ির ছাদ বেগুনি রঙের। এমনকি রাস্তাগুলোও।
দ্বীপজুড়ে লাগানো হয়েছে ল্যাভেন্ডার, এম্প্রেসের মতো বেগুনি ফুলের গাছ। পর্যটকদের জন্য নির্মিত হোটেলগুলোও বেগুনি রঙের।