বিবিআইএসসি শিশু শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করায় উদ্বেগ উৎকন্ঠা কেটেছে
অবশেষে অভিভাবক ও সুশীল সমাজের চাপে পড়ে ১৪৮ জন শিশু শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ( বিবিআইএসসি ) । আজ রবিবার ইমেইলের মাধ্যমে এসেসমেন্টকৃত সবার রেজাল্ট সরবরাহ করা হয় । করোনাকালীন সংকটে স্কুল বন্ধ থাকায় পরীক্ষার ফি নেওয়া হলেও পরীক্ষা হয় নি । করোনাকালীন চার মাসের টিউশন ফির জন্য এদের রেজাল্ট স্থগিত করে রেখেছিল স্কুল কতৃপক্ষ । গত ৫ জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায় ২৬১ জন শিক্ষার্থীর মধ্যে জুন মাস পর্যন্ত টিউশন ফি পরিশোধ করা ১১৩ শিক্ষার্থীর রেজাল্ট প্রকাশ করা হয় । বাকি অনেকের ১/২ মাসের বকেয়া থাকলেও রেজাল্ট দেওয়া হয় নি । এরপর থেকে স্কুলের অভিভাবকরা আন্দোলনে নামেন । তাদের সমর্থন করেন সিলেটের সুশীল সমাজের নেতৃবৃন্দ । অভিভাবকদের অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কয়ছর জাহানের একগুঁয়েমি মনোভাবের কারনে এই ভোগান্তি পোহাতে হল শিক্ষার্থীদের । করোনাকালীন সংকটেও টিউশন ফি-তে কোন ছাড় না দিয়ে অমানবিকতার নজির সৃষ্টি করেছেন তিনি, যেখানে স্কুল ছিল বন্ধ এবং অনলাইন ক্লাসও হয় নি । এছাড়া তার অধিনস্তদের তিনি এই শিশু শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহারের অপচেষ্টা করেছেন। তিনি এক সপ্তাহ ফলাফল আটকে রেখে শিশুদের মনে আঘাত দিয়েছেন, প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছেন। বিতর্ক এড়াতে ও স্কুলের স্বার্থে তাকে সাময়িকভাবে হলেও দায়িত্ব থেকে সরিয়ে দিতে অন্যান্য পরিচালকদের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তারা । এছাড়া সরকারি কর্তৃপক্ষের নজরদারিরও দাবি জানান সাধারণ অভিভাবকরা ।
এদিকে সিলেটের অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলেও করোনা কালীন সংকটে ৫০% টিউশন ফি নেওয়া ও উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি বা অন্য যে কোন নামের মোটা অংকের টাকা ছাড়া লেখাপড়ার সুযোগ দেয়ার দাবী জোরালো হচ্ছে।