অমিতাভের করোনা প্রসঙ্গে দীলিপ ঘোষের বেফাঁস মন্তব্য

করোনার হানা পড়েছে বলিউডে। এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলিউড শাহেন শাহ অমিতাভ ও অভিষেক বচ্চন।

করোনার থাবা থেকে রেহাই মিলেনি অভিষেক বচ্চনের স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।

এরপরই দুঃসংবাদ দেন বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। টেস্টে নিজের নেগেটিভ এলেও তার মা, ভাই, ভাবি ও ভাতিজির করোনা টেস্ট ফলাফল পজিটিভ এসেছে।

এমন সব খবরে বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বলিউডে করোনা সংক্রমণের তারকাদের সরাসরি দায়ী করেছেন।

প্রতিদিনের মতো রোববার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইকো পার্ক থেকে এক বক্তব্যে দিলীপ ঘোষ বলেন, ‘অমিতাভ বচ্চন বয়স্ক মানুষ। প্রথমদিকে অনেক সেলিব্রিটিই করোনা নিয়ে এসেছেন। এখন একটা সার্কেলে ঢুকে যাচ্ছে।’

এর পরই বিগ বি অমিতাভ বচ্চনের সুস্থতা কামনা করেন তিনি।

দিলীপ ঘোষের এই মন্তব্য অনেকেই ভালোভাবে নেয়নি।

রাজনৈতিক মহলের একাংশের মত, বিতর্কিত মন্তব্য করাই দিলীপ ঘোষের অভ্যাস। সেই সূত্রেই তিনি এমন মন্তব্য করবেন, সেটাই স্বাভাবিক।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য