করোনায় সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৭৮ জন মারা গেছেন। আর সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবার মিলিয়ে ৬ হাজার ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রোববার পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ৬ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত ২ সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের রোববারের তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে মারা গেছেন দুই হাজার ৩৫২ জন।

এ বিভাগের অন্যান্য