তামিমের সাথে বাজে আচরণের দায়ে আটক ১
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের সাথে ‘বাজে আচরণের’ অভিযোগে এক দর্শককে আটক করেছে বিসিবির নিরাপত্তা দল।
রোববার বেলা ১টায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হয়। টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ৬০ রানে ৪৩ বলে ২৪ রান করে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেন তামিম ইকবাল।
এ সময় গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে থাকা হামিদুর রহমান নামের এক দর্শক তামিমের দিকে আঙুল তুলে অশোভন আচরণ করেন। এতে রেগে যান তামিমও। ড্রেসিংরুম থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেখান তিনি। পরে অশোভন আচরণ করা হামিদুর রহমানকে আটক করে বিসিবির নিরাপত্তা দল।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হোসেইন ইমাম।
তিনি জানান, হামিদুর রহমানকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, হামিদুর রহমানের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।