বিয়ে বাড়িতে বরের কারচাপায় ভাতিজি নিহত
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রামে অসাবধানবসত বরের কারের নিচে পড়ে ভাতিজি নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে অসাবধানবসত বর ফাহিম আহমদের কারচাপা দেয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বরের নাম ফাহিম আহমদের ওয়ালিমা ছিলো আজ। কিন্তু সেই মুহুর্তেই বাড়িতে আনন্দ থেকে বিস্বাদের ছায়ায় সবাই ভেসে যায়।
তবে নিহত শিশুর নাম জানা যায়নি।