দক্ষিণ সুরমায় র্যাবের অভিযানে যুবক গ্রেফতার
নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
অতিরিক্ত মিডিয়া অফিসার মো. সামিউল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর দল দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট থেকে এসএমপি’র কোতোয়ালি থানার মাদক মামলার এক পলাতক আসােিতক গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. কবির আহমদ (২৫) সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার জয়নগর গ্রামের মো. আব্দুস সালের ছেলে।
পরে কবির আহমদকে তাহিরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।