হবিগঞ্জে পুকুর থেকে কনস্টেবলের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: নিখোঁজের একদিন পর হবিগঞ্জ পুলিশ লাইন্সের পুকুর থেকে শাহিনুর ইসলাম (২৫) নামে এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত শাহিনুর ময়মনসিংহ সদর উপজেলার মৃত কামরুজ্জামানের ছেলে। তার কনস্টেবল নাম্বার- ৯৩৪।
পুলিশ জানায়, সোমবার দুপুর থেকে সে নিখোঁজ হয়। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে পুকুর পাড়ে তার বিভিন্ন কাপড় যাওয়া যায়। পরে পুকুরে জাল ফেললে তার লাশ জালে উঠে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম।