নগরীর খাসদবীরে গলীর কাজ পরিদর্শনে রেজওয়ান আহমদ
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর খাসদবীর ৫ নং ওয়ার্ডে প্রথম গলীর রাস্তা সম্প্রসারণ ও পিচ কাজ শুরু করা হয়েছে।
২০শে জানুয়ারি সোমবার বেলা ২টায় উন্নয়ন কাজটি পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ।
পরিদর্শন কালে তিনি বলেন, আশা করি রাস্তা চলাচল উপযোগী হয়ে উঠবে এবং বর্ষা মৌসুমে পানি জমে থেকে কাদা সৃষ্টি হবে না গলীর সকলে উপকৃত হবেন ।
আরো উপস্থিত ছিলেন,খাসদবীর ইয়ুথ ফোরামের সভাপতি নাজির আহমদ,উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল,সহ-সভাপতি আব্দুল হাদি স্বপন,সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার,সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেল,মনির আহমদ,আমির আলী,নবর্বাতা সিলেট ব্যুারো প্রধান সাংবাদিক উদয় জুয়েল,আলামিন,আকতার,সাইদুল প্রমূখ।