ওসমানী বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক
নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। আটক যাত্রীর নাম মুমিন উদ্দিন মামুন। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার সয়দুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান- দুবাই থেকে আসা বিজি ২৪৮ নং ফ্লাইটের যাত্রী ছিলেন মুমিন। সকাল ৯ টায় ওই ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।