দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ২
নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা থেকে ৩১২ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক দুজন হলো- বিশ্বনাথের সৈয়দপুর সদরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (২৬) ও জকিগঞ্জের গড়ের গ্রামের আব্দুল খালিকের ছেলে আল আমিন (২৫)।
শনিবার মধ্যরাতে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার বদিকোনা এলাকা থেকে তাদের আটক করে।
আটক দুজনকে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।