শাহজালাল মাজার গেইট থেকে আসামি গ্রেফতার
নিউজ ডেস্ক: সিলেট নগরীতে হযরত শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকা থেকে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
কামাল হোসেন নামের ওই আসামি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শারপিন চনবাড়ির হাফিজ মাওলান মঈন উদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, কামাল হোসেনের বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থানায় হত্যা মামলা আছে। তাকে গ্রেফতার করে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।