সিলেটে রিভলবারসহ যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের মগলাবাজার থানা এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তাকে মোগলাবাজার থানা এলাকার খালের মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও একটি মোবাইল জব্দ করেছে র্যাব। গ্রেপ্তার যুবকের নাম তানজির আলম চৌধুরী (৩৪)। সে মোগলাবাজার থানাধিন নৈখাই এলাকার মৃত রফিক আলম চৌধুরীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সে একজন অস্ত্র ব্যবসায়ী। উদ্ধারকৃ আলামতসহ তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।