সিলেটে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ যুবক
নিউজ ডেস্ক: সিলেটে কোতোয়ালী মডেল থানা চোরাই মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার ৩টার দিকে সিলেট গোলাপগঞ্জ থানাধীন ফুলসাইন্দ ফকিটিলা এলাকয় অভিযান চালিয়ে চিহ্নিত ০২ জন মোটর সাইকেল চোর আটক সহ চোরাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
সম্প্রতি সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ১২৫ সিসি ডিসকভার এই মোটর সাইকেলটি চুরি হয়ে ছিলো।
আটককৃতরা হলেন : ১। রাহাত তালুকদার @ মুন্না (২১) পিতা-শরফ উদ্দিন মাতা-আমিনা সুলতানা, গ্রাম- ফুলসাইন্দ (ফকিটিলা) থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট ২। আদনান হানিফ (২২) পিতা-মৃত সেলিম উদ্দিন মাতা-হুসনা বেগম, গ্রাম- ফুলসাইন্দ (ফকিটিলা) থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট।
বর্ণিত ঘটনার বিষয়ে “আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”।