সিলেট-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সড়কে ধর্মঘট অব্যাহত
নিউজ ডেস্ক: বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে সিলেট-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সড়কে মালিক সমিতির বাস ধর্মঘট অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বাসের সাথে ধর্মঘটে নেমেছে সিএনজি অটোরিকশা চালকরা। পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সিলেট-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিলেট-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-হাদারপাড় বাস মিনিবাস মালিক সমিতি।
তাদের ডাকে সোমবার সকাল ৬টা থেকে ওই সড়কগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে সোমবার সিএনজি অটোরিকশা চলাচল করায় যাত্রীদের দুর্ভোগ ততোটা বেশি ছিল না। বাড়তি ভাড়ায় সিএনজি অটোরিকশাযোগে তারা গন্তব্যে পৌঁঁছাতে পেরেছেন।
কিন্তু একই দাবিতে ওই সড়কগুলোতে আজ মঙ্গলবার সকাল থেকে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকরাও ধর্মঘটে নামেন। ফলে সকাল থেকে যাত্রীরা মজুমদারি স্ট্যান্ডে গিয়ে বাস ও সিএনজি অটোরিকশা না পেয়ে মারাত্মক দুর্ভোগে পড়েন। পরিবহন না পেয়ে অনেক যাত্রী বাসা-বাড়িতে ফিরে যেতে দেখা গেছে।