কদমতলি ফেরিঘাটে অভিযান: ১৯টি পাথর ভাঙা মেশিনের ইঞ্জিন বিনষ্ট
নিউজ ডেস্ক: সিলেট নগরীর কদমতলি ফেরিঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাথর ভেঙে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর, সিলেট।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযানে ১৯টি পাথর ভাঙার মেশিনের বেল্ট কাটা হয়। এছাড়া ডিজেল ইঞ্জিনের ভেতর বালু ভর্তি করে বিনষ্ট এবং ৮টি বেলচা জব্দ করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের ফিতা ও ইঞ্জিন ধ্বংস করে চাবি ও হ্যান্ডেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পরিবেশবিরোধী এ ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।