সিলেটে আসছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক:
রবীন্দ্র স্মরনোৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
তিনি শুক্রবার বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
না আসার কারণ জানতে চাইলে আহমদ হোসেন বলেন, তা এখনও স্পষ্ঠ বলা যাচ্ছেনা, তবে প্রধানমন্ত্রী আসছেন না- এটা নিশ্চিত।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ ও কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানও নেত্রী সিলেটে না আসার বিষয়টি নিশ্চিত করেছেন।