জালালাবাদে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদের পনিটুলায় ১৩৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তার বাড়িতে আরও ১০৮ পিস ইয়াবা রয়েছে। পরে তার বাড়ি থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি সিলেটের আখালিয়ার সোনালী আবাসিক এলাকার মোশায়েদ আলীর ছেলে আব্দুল হান্নান (২৭)।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।