শপথ নিলেন এরশাদপুত্র সাদ

নিউজ ডেস্ক: হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী এরশাদপুত্র রাহগীর আল মাহী এরশাদ ওরফে সাদ এরশাদ শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ০৫ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
গত ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন সাদ এরশাদ। নির্বাচন কমিশন বুধবার (৯ অক্টোবর) এ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেলে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর আগে প্রায় ৩০ বছর ধরে এ আসনটি জাপা ও এরশাদের দখলে ছিল।
Related News

সিলেটের মতো ‘বিশৃঙ্খলা’ কোথাও দেখি নি: হানিফ
নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে শৃঙ্খলা নিয়ে নিজের কষ্টের কথা জানিয়েRead More

ছাত্রলীগের সেই সাবেক নেতার দায়িত্ব নিতে চান কাতার প্রবাসী
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের দুর্দিনের কর্মী মোতাহার হোসেন রানা। ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহীRead More