নিউইয়র্কে ৩৫ তম মুসলিম ডে প্যারেড সম্পন্ন

নিউজ ডেস্ক: ৩৫ তম ইউনাইটেড আমেরিকান মুসলিম ডে প্যারেড হাজারো মুসলমানের উপস্হিতিতে নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেমস পি ও নীল এর নেতৃত্বে ও মুসলিম ফাউন্ডেশন অফ আমেরিকার ব্যানারে এবং ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনকের সার্বিক তত্তাবধানে ২২ সেপ্টেম্বর রবিবারে অনুষ্টিত হয়েছে।

প্রথম পর্ব ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনকের প্রেসিডেন্ট মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উলামা কাউন্সিলের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ ফাহাদ হুসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেমস পিও নীল।
জোহরের নামাজের আজানের ধ্বনিতে মুফতী ক্বাসিমী সকল মুসলমানদের মুখরিত করে তুলেন। ইউনাইটেড উলামা কাউন্সিলের প্রধান উপদেষ্টা ড: মুফতী মুনীর আহমেদ আখুন নামাজের ইমামতি করেন।

তারপর প্যারেড ৩৮ ষ্ট্রীট মেডিসন এভিনিউ থেকে শুরু হয়ে ২৩ ষ্ট্রীট মেডিসন এভিনিউতে সমাপ্ত হয়। প্যারেড কমিটির চেয়ারম্যান এটর্নী ফার্রিস ফাইয়াজ এর সভাপতিত্বে এ এটর্নী সেলিম রেজবীর উপস্থাপনায় দ্বিতীয় পর্ব শুরু হয়। ইমাম ত্বাসীন, ইমাম আশরাফ উদ্দীন খান, ইমাম যুলফিকার, ইমাম ফয়সল জালালী, ইমাম কাশ্মির ইসলামিক সেন্টার, ইমাম সৈয়দ ফাহাদ হুসাইন, ইমাম অাহমেদু, ইমাম তাহের কাওকাজ, ইমাম জাবাল, ইমাম আমান, ইমাম শহীদুল্লাহ, ইমাম কাশিফ, ইমাম আবুল কাসিম, ইমাম আব্দুল আজীম খান, ইমাম মুনীর আখুন সহ অসংখ্য উলামা ও ইমাম ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএর প্রেসিডেন্ট মুফতী ক্বাসিমীর নেতৃত্বে স্বত:স্ফুর্ত অংশ গ্রহন করেন।
ম্যানহাটন বরো প্রেসিডেন্ট গেইল ব্রুয়ার, মুসলিম ষ্টেইট সিনেটর রবার্ট জেকসন, সাবেক মুসলিম এসেম্বলীম্যান স্টিভেনসন, ষ্টেইট ও সিটির প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। প্যারেডে কাশ্মীরের স্বাধীনতার অর্জনের জন্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির মাধ্যমে প্যারেড সমাপ্ত হয়।

উল্লেখ্য, ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনকের প্রধান উপদেষ্টা ড: মুফতী মুনীর আহমেদ আখুন এর পক্ষ থেকে ফ্রি উমরাহ টিকিট বিতরন করা হয় লটারীর মাধ্যমে, সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত সংগঠনের সেক্রেটারী জেনারেল রামাওলানা সৈয়দ ফাহাদ হুসাইন। প্যারেড শেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান উপদেষ্টা ড: মুফতী মুনীর আহমেদ আখুন।

এ বিভাগের অন্যান্য