সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ বিড়ি ও সুপারী আটক

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-২৮ কর্তৃক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, নাসির বিড়ি ও সুপারি আটক করা হয়েছে।

বিজিবি জানায়- বৃহস্পতিবার চাঁনপুর বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান থেকে ৮৩ বোতল ভারতীয় মদ এবং ১,৬৮০ প্যাকেট নাসির বিড়ি আটক করে। যার মূল্য ১ লক্ষ ৯৫ হাজার ৯০০ টাকা।

এর আগে বুধবার অপর অভিযানে চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান থেকে ১৫ কেজি ভারতীয় সুপারী আটক করে। যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং সুপারী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য