সুনামগঞ্জে শিশু ধর্ষণের মামলায় ২ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে ২০০৯ সালের শিশু ধর্ষণের একটি মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২০ জানুয়ারি ওই শিশু (৮) ও তার এক বান্ধবী বিকেলে হাওরের নাগরারকান্দা ছন খেতে গোবর কুড়াতে গেলে আয়াক নূর ও শফিক মিলে ওই শিশুটিকে পালাক্রমে ধর্ষব করে। ওই ঘটনায় বীরগাঁও গ্রামের মৃত আছমত উল্ল্যাহ’র ছেলে আয়াক নূর ও মো. হানিফ মিয়ার ছেলে মো. শফিক মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুটির পিতা। দীর্ঘ তদন্ত শেষে ধর্ষণের আলামত প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দায়ের করে।

সাক্ষ্য-প্রমাণ শেষে আজ বুধবার আদালতের বিচারক আয়াক নূর ও শফিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নান্টু রায়।

এ বিভাগের অন্যান্য