নিউইয়র্কে হেজাবী তরুণীর উপর হামলার ঘটনায় উলামা কাউন্সিলের প্রতিবাদ

নিউজ ডেস্ক: গত ২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৫:৪০ মিনিটের সময় B6 MTA বাসে ১৮ বৎসরের হেজাবী এক মুসলিম তরুনীর উপর এক বর্নবাদী শেতাঙ্গ মহিলার হেইট ক্রাইম আক্রমণ ঘটে নিউ ইয়র্কের ব্রুকলিনে।

শেতাঙ্গ মহিলা মুসলিম তরুনীকে উদ্দেশ্য করে বলে “যে দেশ থেকে এসেছিস সেই দেশে ফেরত যা “ এবং বাস থেকে নামার সময় মুসলিম তরুনীর গায়ে সুডা ঢেলে দিয়ে চলে যায়।

এই ঘটনায় ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনকের প্রেসিডেন্ট মুফতি লুৎফুর রহমান ক্বাসেমী তীব্র প্রতিবাদ ও বিচার দাবী করেন এবং নিউইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লাজিও কে তাৎক্ষনিক জানান আর পদক্ষেপ নেওয়ার আহবান জানান, এই ঘটনাকে মুসলিম বিদ্বেষী আক্রমণ বলে মেয়র পুলিশ প্রশাসনকে এই বর্নবাদী মুসলিম বিদ্বেষী মহিলাকে গ্রেফতার করার নির্দেশ দেন।

মেয়রের আন্তরিকতা ও সাথে সাথে পদক্ষেপ নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ইউনাইটেড উলামা কাউন্সিলের প্রেসিডেন্ট ও বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী।

এ বিভাগের অন্যান্য