সেপ্টেম্বরে ভোলাগঞ্জে বসছে বর্ডার হাট

নিউজ ডেস্ক :: সেপ্টেম্বরে নতুন দুটি সীমান্ত হাট চালু হবে। এগুলোর একটি মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার ও সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলার ভোলাগঞ্জ এবং অপরটি রিংকু নামক স্থানে। ডিসেম্বরে চালু হবে আরেকটি সীমান্ত হাট। এই হাট দক্ষিণ-পশ্চিম খাসি পার্বত্য জেলার নলিকাটায়।

ভারত সরকারের সিনিয়র এক কর্মকর্তা এ তথ্য দিয়ে বলেন, সম্প্রতি শিলংয়ে অনুষ্ঠিত মেঘালয় ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলার ডিসি, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারদের বৈঠকে হাট তিনটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসএফ এবং বিজিবি কর্মকর্তারাও এ বৈঠকে অংশ নেন।

সীমান্ত হাটে পণ্য কেনা-বেচা যেমন চলে তেমনই সুযোগ থাকে সীমান্তের দুই দিকে থাকা আত্মীয়স্বজনদের সাক্ষাতের। বাংলাদেশ ও ভারত সরকার তাদের সাধারণ নাগরিকদের কল্যাণে এ ধরনের হাটের সংখ্যা আরও বাড়ানোয় আগ্রহী।

এ বিভাগের অন্যান্য