নারীকে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার দুইজন ৪ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে গণপিটুনি দিয়ে এক নারীকে হত্যার ঘটনায় সোমবার রাতে গ্রেপ্তার দুই আসামিকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ দুই আসামি হলেন- কামাল হোসেন ও আবুল কালাম আজাদ। সোমবার রাতে বাড্ডা এলাকা থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর মঙ্গলবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চায় মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (২১ জুলাই) রাতে জাফর, শাহীন ও বাপ্পী নামে তিনজন এবং সোমবার সকালে বাচ্চু নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এই চারজনকে সোমবার আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর প্রেক্ষিতে তিনজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তসলিমা বেগম রেনু (৪০) নামে এক নারী। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় এদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

এ বিভাগের অন্যান্য