খোয়াই নদী রক্ষায় মেগা প্রকল্প: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: নদী পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

শনিবার (২০ জুলাই) সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘হবিগঞ্জের ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল নির্মাণ করা হবে। এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে। নদীর বাঁধ ভেঙে যাতে গ্রামগুলো প্লাবিত না হয় সেজন্য কাজ করা হচ্ছে। এজন্য আপনাদের ধৈর্য ধরতে হবে।’

মন্ত্রী বলেন, ‘অবৈধ স্থাপনার জন্য নদী-খাল ধ্বংস হয়ে যায়। কিন্তু হবিগঞ্জের জেলা প্রশাসক যেভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন তার জন্য তিনি প্রশংসার দাবিদার। হবিগঞ্জে খোয়াই নদী রক্ষা করার জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য