মানবতার ফুল ফুটুক

মবরুর আহমদ সাজু

চারদিকে অবৈধ লেনদেনের ধান্দায় শুধু আমরা বেঁচে আছি।
কখনো একা হেটে কখনো বা জুটি বেঁধে কখনোই বা আকাশের দিকে তাকিয়ে,মেঠো পথে অজানা গন্তব্যে দিকে।
মন বলছে,আমি ভালো নেই,তবুও এক অপরূপ-অঞ্চলে তাল মাতাল অবয়বে বহুরূপী মানুষগুলোই যেন দাবানলের মতো চিত্তবিনোদনে ব্যস্ততায় ব্যস্ত?
দেখতে দেখতে আটাশটি বসন্তের অবলিলায় বিবেকর মৃত্যুদন্ড দেখেছি বহুরূপে?

হে মানবতা আর কত বিবেকের মৃত্যুদন্ড দিয়ে প্ররশ্রীকাতরতা করবে পরিবেশ বান্ধব সমাজে?

পুঁজিবাদের লাল-নীল দুনিয়ায় ‘বোকা হোস’ উপদেশ দেয়ার মতো সমাজ বদলে গিয়ে যেন অন্ধত্বের মোহে মত্ত্ব যখন বাউলিয়া মনন!

তখনই এমন মধ্যরাতে শহরের প্রতিটি কোণে বেরিয়ে পড়ে একদল যাযাবর;

অভাগীর মর্মভেদী … নষ্ট হাতে কলঙ্খের চুন হরদম।

এ বিভাগের অন্যান্য