এফআইভিডিবির ও হারবেস্ট প্লাসের উদ্যোগে উঠান বৈঠক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গোড়াভুইস্থ নিলা বেগমের বাড়িতে জিংক ৭৪ ধানের উপকারিতা বিষয়ক উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি হারবেস্ট প্লাস প্রোগ্রাম অফিসার সৈয়দ রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবির আইএফএসপি কুলাউড়া ব্রাঞ্চের ম্যানেজার মো. রেজাউল করিম হিরন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রাকিব বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালি, আর গ্রাম বাংলার প্রতিটি মাঠে চাষাবাদ হয় এই ধান। বর্তমানে যুগ পাল্টাচ্ছে আর তৈরি হচ্ছে নানা রকম প্রযুক্তি। সময়ের সাথে তাল মিলিয়ে তাই কৃষদেরও এগিয়ে যেতে হবে কৃষি প্রযুক্তিতে। উন্নত মানের ধান চাষাবাদের মাধ্যেমে তাদের ও জীবন যাত্রার মান পাল্টাতে হবে, যাতে স্বল্প সময়ে, কম খরচে, অধিক ফসল পাওয়া যায় আর তার জন্য জিংক বি ৭৪ প্রজাতির ধানটি অনান্য ধানের চেয়ে আলাদা, এর গুণগত মান ভাল হওয়ার কারনে কৃষরা এই জিংক প্রজাতির ধান চাষে আগ্রহী হয়ে উঠছে।

এ বিভাগের অন্যান্য