বিজয় দিবসে ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজে শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন

৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির পুরুস্কার প্রদান।।
মুহিবুর রহমান ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বর্ণীল আয়োজনে  বিজয় দিবস উদযাপন।

মহান বিজয় দিবস উপলক্ষে ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের নান্দনিক ক্যম্পাসে সকাল সাড়ে এগারোটায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষাবিদ মো. মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মুহিবুর রহমান একাডেমির শিক্ষিকা হৃদি ফারহাতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ইকরামূল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস.এম শওকত আমীন তৌহিদ, মুহিবুর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালনক অধ্যাপক ফরিদ আহমদ, আব্দুস সালাম,উপরেজিস্টার, জাতীয় বিশ^বিদ্যালয়, সিলেট কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন মিয়া,সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ মু.রহমান বুলবুল,মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল রোটারিয়ান মোহাম্মদ শামছ উদ্দিন, রেক্টর সালমা খানম চৌধুরী, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলি খন্দকার ডি. ইসলাম, ইডেন গার্ডেন কলেজের রেক্টর আবু নছর মো.ইয়াহহিয়া । অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষার অধিকার সবার। আজকের শিক্ষার্থীরা আগামির নতুন বাংলাদেশ গড়বে। নবীন শিক্ষার্থীদের শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকলে হবে না,নৈতিক ও মানবিক মূল্যবোধের উপর শিক্ষা দিতে হবে। আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।শিক্ষকদের নৈতিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সিলেটের শিক্ষাক্ষেত্রে ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজে আধুনিক শিক্ষার পথিকৃৎ হয়ে কাজ করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। গতরোববার সকাল সাড়ে এগারোটায় ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে মুহিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন । এছাড়া অন্যান্যের মাঝে মুহিবুর রহমান ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠান আওতাভুক্ত সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ দেলায়ার হোসেন সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যংক, ফেরদৌস আহমদ , সভাপতি সেচ্ছা সেবকলীগ ১৯ নম্বর ওয়ার্ড, এম.এ. হান্নান সাবেক সভাপতি,চেম্বার অফ কমার্স ,বিশিষ্ট ব্যবসায়ী দুলাল আহমদ, দর্জিপাড়া, সৌরভ সমাজ কল্যান সংস্থার সভাপতি এজাজ আহমদ, সাধারণ সম্পাদক তপু আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল সুফি রাহাত। উল্লেখ্য যে, মুহিবুর রহমান ফাউন্ডেশন প্রতিবছর মহান বিজয় দিবস কে সামনে রেখে সিলেটের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে মেধাবৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর উক্ত মেধাবৃত্তিতে ৬শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রত্যেক বিভাগে সেরা তিনজন কে মেধাক্রম অনুসারে বিজয়ীদের মাঝে মেধাবৃত্তির পুরুস্কার প্রদান করা হয়। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহনকারিদের প্রত্যেকদের সার্টিফিকেট প্রদান করা হয়।এদিকে মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে স্কুল এন্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০.১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। বিজয় দিবসের প্রথম প্রহরে স্বস্ব ক্যাম্পাস থেকে অধ্যক্ষমন্ডলির নেতৃত্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে সকাল ৮.৩০মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয় ।  এছাড়া এবার  মহান বিজয় দিবস কে স্বরণীয় কর রাখতে শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ফাউন্ডেশনের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্টানের ক্ষুদে শিশু শিল্পীরা।

এ বিভাগের অন্যান্য