সিলেটের সময়: মানুষ তার আশার সমান সুন্দর ও বিশ্বাসের সমান বড় হতে পারে। বলা যায় ছোট ছোট ভাবনা ,ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট কাজের সমষ্টিই জীবন।আর প্রতিটি চিন্তা,প্রতিটি স্বপ্ন প্রভাবিত করে জীবনকে। প্রযুক্তির এই যুগে ইন্টারনেট সভ্যতার চেহেরাটাকে পাল্টে দিয়েছে।বিশেষ করে ভার্চুয়াল জগতে আলোড়ন সৃষ্টিতে ইউটিউবের রঙ্গিত জগতে,সম্প্রতি ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করে সাফল্যর পথে এগিয়ে এবার সিলেটের তরুন উদ্যোক্তা অনিক। তিনি ছায়াপথ নামের তার ইউটিউব চ্যানেলটি তরুণদের হৃদয়ের জায়গা করে নেয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান সিলেটে এই প্রথম ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল ছায়াপথ এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করল।এই চ্যানেলের এডমিন অনিক আহমেদ মাসুম বলেন ,২০১৭ সালের ২ ডিসেম্বর যাত্রা শুরু করে ছায়াপথ। তিনি জানান তাঁর এই পর্যন্ত আসার সবচেয়ে বড় অবদান রেখেছেন তিনি নিজেই, তার কঠোর পরিশ্রম এবং নিপুন কর্মদক্ষতা দ্বারা অতি অল্প সময়ে তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন। তিনি তার এই সাফল্য তার মা-বাবা, পরিবার,সাবস্ক্রাইবার,ভিউয়ার্স এবং তার শুভাকাঙ্ক্ষী দের উৎসর্গ করেছেন। ইউটিউবিং করার পেছনে তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তার ভাই ও বোনেরা।ভবিষ্যতে তিনি ইউটিউব কে নিজের ক্যারিয়ার হিসেবে গড়তে চান।