সাদা বক :মো. মিজাহারুল ইসলাম

 

সাদা বক সাদা বক
উড়ে যায় আকাশে,
ঘুরে ঘুরে খায় পাক,
ডেকে যায় বাতাসে।

বিল ঝিল খিল খিল
নদী বাঁকে বাঁকে,
ফক-ফকে সাদা বক,
বসে ঝাঁকে ঝাঁকে।

বিল ঝিল নদী তটে
দিনভর খেটে খুঁটে,
মাছ যাই মোটে জোটে,
গিলে খায় চেটেপুটে।

নদী তীরে বাঁশ ঝাঁড়ে
বসে বসে থেকে,
নিশী রাত,রাত ভোরে,
থেকে থেকে ডাকে।

থেকে থেকে ডেকে ডেকে
চায় কী আহারে!
নিশী জেগে ঘুম রেখে,
পায় কী তাহারে?

রবি উঠে ফুল ফুটে
নিশী যায় পালিয়ে,
সাদা বক সাদা মেঘে,
যায় দূর মিলিয়ে।

 

এ বিভাগের অন্যান্য