পিন্টু কে নিয়ে আবারো স্বপ্ন দেখছেন ২৫ নম্বর ওয়ার্ডবাসী

 

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই জমে উঠছে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনা ।রাত দিন বৃষ্টি কে উপেক্ষা করে প্রার্থীরা ভোট ভিক্ষায় ব্যস্ত সময় কাটাচ্ছেন । এদিকে এ ওয়ার্ডের সচেতন নাগরিকরা বেশ উপভোগ করছেন বিশ্বকাপ ফুটবলের মাঝে নির্বাচনী আমেজ। তবে আলোচনা কেবল পছন্দের পার্থী নিয়ে ব্যখ্যা বিশ্লষেণ। সিটি কপোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে ২৫ নম্বর ওয়ার্ড অন্যতম । সরেজমিন ঘুরে জানাযায় এবার এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বর্তমান শক্তিশালী জনপ্রতিনিধি কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু সাথে লড়বেন সাবেক কাউন্সিলর আশিক, জামাতের নেতা কফিল উদ্দিন তবে বেশ আলোচনায় রয়েছেন বর্তমান কাউন্সিলর কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু। ওয়ার্ডের সাধারণ জনতার আলাপচারিতায় সম্ভাবনার শীর্ষে আবারও শোনা যাচ্ছে এ কাউন্সিলরের নাম। তাদের মতে কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু সেরাদের সেরা এবং অন্যতম। ২০১৩ সালের অনুষ্ঠিতব্য নির্বাচেনর ধারায় তাকে নিয়ে আবারো স্বপ্ন দেখছেন ওয়ার্ডবাসী। জানা যায় সিলেট সিটি কর্পোরেশনের এই ওয়ার্ড বরইকান্দি ইউনিয়নের আওতায় ছিল। ১৯৯৫ সালে এই ওয়ার্ডের এলাকাগুলোকে সিলেট পৌরসভার ১২ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি। ২০০২ সালে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর ২৫ নং ওয়ার্ডের আওতায় আনা হয়। ২০০৩ সালে ২০ মার্চ প্রথম সিটি নির্বাচনে ১৬৬৪ ভোট পেয়ে কমিশনার নির্বাচিত হন আশিক আহমদ। ঐ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আমির উদ্দিন ৯৮১ ভোট পান। ২০০৮ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত দ্বিতীয় সিটি নির্বাচনেও পুনরায় নির্বাচিত হন আশিক। ঐ নির্বাচনে তিনি ১৮৬৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল আলী ৮৪৬ ভোট পান। এবং সর্বশেষ ২০১৩ সালে প্রথমবার নির্বাচিত জনপ্রতিনিধি হন ছাত্রলীগ নেতা তাকবীর আহমদ পিন্টু তিনি সিসিকের সর্বকনিষ্ঠ ও বটে । সংশিষ্ট সূত্রে জানা যায়, নগরীর ২৫ নং ওয়ার্ডে ১২ টি মসজিদ ও ১ টি মন্দির রয়েছে। হযরত শাহ মন্জুর শাহ (রহ.) ও শাহ আমানত (রহ)’র সহ ৫টি মাজার রয়েছে। ওয়ার্ডে প্রায় ৫৩ হাজার মানুষ বসবাস করেন। এর মধ্যে প্রায় ১৩ হাজার ভোটার রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পলিটেকনিক ইন্সটিটিউট, মোমিনখলা মৌর বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কায়েস্থরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরজাহান মেমোরিয়াল কলেজ, সিলেট ম্যাটস্ সহকারী মেডিক্যাল ট্রেনিং সেন্টার, স্টার লাইট স্কুল এন্ড কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়, সাউথ সুরমা কিন্ডার গার্টেন ও সুনাহর আলী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। এছাড়াও ফরেন পোস্ট অফিস ও গণপূর্ত বিভাগের গোডাউন এই ওয়ার্ডে অবস্থিত। আসন্ন নির্বাচন কে সামনে রেখে যখন চুল ছেঁড়া,বিশ্লেষণ চলছে রাস্তাঘাটে তখন ধারাবাহিক ওয়ার্ড পরিক্রমায় একান্ত কথা বলেন বর্তমান কাউন্সিলর তাকবীর আহমদ পিন্টু তিনি জানালেন দীর্ঘ ১৫ বছরে যে অবকাঠামো উন্নয়ন হয়নি পিন্টু দায়িত্বপাবার পর উন্নয়নের ভিত্ত্বি মজবুত করেছেন কাউন্সিলর তার সাড়ে চার বছরের উন্নয়নের কর্মকান্ডের বর্ণনা করে বলেন কয়েক বছর আগে অত্র এলাকার কলোনীতে মাদক ও অসামাজিক কার্যকলাপের আস্তানা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা অসামাজিক কর্মকান্ড ও মাদকের ভয়াবহ আকার ধারণ জুয়ারবাস টার্মিনালে, গাঁজা ও লিটনের ফেন্সিডিলসহ বিভিন্ন কর্মকান্ডে এলাকার সুনাম নস্ট হতে চলেছিল কিন্তু তিনি কাউন্সিলরের দায়িত্ব পাবার পর এসব অসামাজিক কার্যক্রম থেকে এলাকার যুব সমাজ ধ্বংস হাত থেকে প্রতিরোধ করার জন্য এলাকার লোকজন কে সাথে নিয়ে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় চিহ্নিত স্পটগুলো জ্বালিয়ে এখন আলোর মুখে ধাবিত হচ্ছে বলে উল্লেখ করেন এই জনপ্রতিনিধি। তিনি আরো বলেন যেখানে অচল ল্যম্পপোস্ট ছিল সেখানে আলোর ছায়া পড়েছে। এদিকে জানাযায় বর্তমান সরকারের আমলে প্রায় ২৪ কোটি টাকার উন্ন্য়ন করা হয়েছে চলমান রয়েছে ১৬ কোটি টাকা মোমিন খলা রাস্তা উন্নয়ন করা হয়েছে মোমিন খলা বাইপাস থেকে গালিমপুর রাস্তা উন্নয়ন ড্রেন আরসিসি দক্ষিণ খোজার খলা থেকে বড়ইখান্দি আরসিসি বক্স ড্রেনের মাধ্যমে রাস্তা উন্নয়ন। রতœা খাল উদ্ধার, এবং সেখানে আরসিসি ড্রেন করা হয়েছে ১২ ফুটের মতো রাস্তা প্রশস্থকরন যা ব্যায় করা হয় কোটি ৮০ লক্ষ টাকা কায়স্থরাইল মুমিন খলা ব্ইা পাস পর্যন্ত ৪২ লক্ষ টাকা ব্যায়ে আরসিসি ড্রেন রাস্তা নির্মান করা হয়ে । প্রায় ৩ যুগ পর ২০১৬ সালে রতœা খাল উদ্ধার হয়ে এবং এই খাল উদ্ধার হবার পর প্রায় ৪/৫ লাখ মানুষ উপকৃত হয়েছে কারন যেখানে এই এলাকার মানুষ পানি,জলাবদ্ধতা জন্য দুর্ভোগ পোহাতে হতো সেখানে এখন কিছু টা তাদেও দু:খ লাঘব হয়েছে । মোমিনখলা সড়ক উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণ, মুছারগাও ও দাউদপুর রাস্তা উন্নয়ন, বারখলা সংযোগ সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ এবং দাউদপুর এলাকায় ড্রেন নির্মাণ, -সিলেট বঙ্গবীর রাস্তা থেকে লাউয়াই মেইন রাস্তা নির্মাণ, মুছারগাও বাইলেন রাস্তা সিসি দ্বারা নির্মাণ, কায়েস্থরাইল রাস্তায় আরসিসি ড্রেন নির্মাণ, লাউয়াই নুরজাহান কলেজ রাস্তা উন্নয়ন, ব্যয়ে কায়েস্থরাইল রাস্তা কার্পেটিং দ্বারা খাজারখলায় রতœারখাল রিটেইনিং ওয়াল নির্মাণ, মুছারগাও ও খোজারখলা রাস্তা উন্নয়ন ও ড্রেন নির্মাণ হাজার টাকা ব্যয়ে মুছারগাও ও ভার্থখলায় রাস্তা উন্নয়ন ও আরসিসি ড্রেন নির্মাণ এবং খোজারখলা বাইলেন আরসিসি দ্বারা উন্নয়ন ও ড্রেন নির্মাণ করা হয়েছে। সংশিষ্ট সূত্রে জানা যায়, নগরীর ২৫ নং ওয়ার্ডে ১২ টি মসজিদ ও ১ টি মন্দির রয়েছে। হযরত শাহ মন্জুর শাহ (রহ.) ও শাহ আমানত (রহ)’র সহ ৫টি মাজার রয়েছে। ওয়ার্ডে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। এর মধ্যে প্রায় ১৩ হাজার ভোটার রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পলিটেকনিক ইন্সটিটিউট, মোমিনখলা মৌর বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কায়েস্থরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুরজাহান মেমোরিয়াল কলেজ, সিলেট ম্যাটস্ সহকারী মেডিক্যাল ট্রেনিং সেন্টার, স্টার লাইট স্কুল এন্ড কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, কায়েস্থরাইল উচ্চ বিদ্যালয়, সাউথ সুরমা কিন্ডার গার্টেন ও সুনাহর আলী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা রয়েছে। এছাড়াও ফরেন পোস্ট অফিস ও গণপূর্ত বিভাগের গোডাউন এই ওয়ার্ডে অবস্থিত। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের প্রথমবারে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন একমাত্র তার সামাজিক দায়িত্বশীল কাজের জন্য এলাকার লোকজন তাকে সমাজ সেববেক ভুমিকায় দেখছেন ২০১৩ সালের নির্বাচনে তিনি প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হন এরপর শুরু হয় তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়নের মিশন তিনি বলেন অবহেলিত এই ওয়ার্ড কে মডেল ওয়ার্ডে রপান্তরিত করতে যা যা প্রয়োজন সবকিছুই করার জন্য তিনি কাজ করছেন । বিগত সাড়ে ৪ বছরে ওয়ার্ডে উন্নয়নের মাষ্টার প্লানের আওতায় এনে তার এলাকা ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। পিছিয়ে পড়া ওয়ার্ডবাসী কে অবহেলার চেতনার থেকে আলো মশাল জ্বলিয়ে দিতে ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্টান,যোগাযোগক্ষেত্রে রাস্তা-ঘাট মেরামত,নতুন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মান, পানির সমস্যা সমাধানে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গভীর-অগভীর নলকুপ স্থাপন,অস্বচ্ছল পরিবারকে আর্থিক সাহয্য প্রদান, তথ্যপ্রযুক্তির জ্ঞানের বিকাশ ঘটিয়ে ব্যাপক উন্নয়ন করে পিন্টু সর্বশ্রেনীর মানুষের মাঝে আলোচিত। তিনি বলেন জনগণের ভালোবাসায় সফলতার সিড়ি উন্নয়নের ধারায় পুনরায় কাউন্সিলর হতে চান তিনি তাঁর উন্নয়নে কাছে টানবে আবারো এলাকবাসী। খোজার খলার সাফি ভেরাইটিজ স্টোরের মালিক সোহান মিয়া বলেন সিলেট সিটির যে কয়েকজন নবীন জনপ্রতিনিধি জনগণের রায়ে প্রথমবার বিজয়ের মুকটু পড়ে জনপ্রিয়তা লাভ করেছেন তাদের মধ্যে তাকভীর আহমদ ভিন্নধারার মানুষ বলে জানিয়েছেন এলাকার জনগণ । সাধারণ জনতা থেকে জনপ্রিয় প্রতিনিধি হবার কথা জানতে চাইলে কাউন্সিলর বলেন তরুনরাই এলাকার উন্নয়নে ভুমিকা রাখবে বলে ওয়ার্ডবাসী তাকে কাউন্সিলর বানিয়েছেন । দলমত নির্বশেষে ভালোবাসা শ্রদ্ধা মানুষের প্রতি যদি জনপ্রতিনিধিদের থাকে তাহলে এই জনপ্রতিনিধি কে মানুষ বারবার নির্বাচিত করে মানুষ আসন্ন নির্বাচন কে সামনে রেখে তিনি ওয়ার্ডবাসীর উদ্দেশ্য বলেন জনগণের ভালোবাসা তাঁর সফলতার হবে বলে মনে করি তিনি। উন্নয়নের ধারায় পুনরায় কাউন্সিলর হতে চান তাঁর উন্নয়নে আবারো তাঁকে কাছে টানবে এলাকাবাসী । এলাকার সালেহ আহমদ বলেন সিলেট সিটির যে কয়েকজন জনপ্রতিনিধি জনগণের রায়ে প্রথমবার বিজয়ের মুকটু পড়ে জনপ্রিয়তা লাভ করেছেন তাদের মধ্যে পিন্টু অন্যতম বলে মনে করছেন ওয়ার্ডবাসী । সিলেটের সময় থেকে তাঁর গ্রহণযোগ্যতার মূল কথা জানতে চাইলে কাউন্সিলর পিন্টু বলেন উন্নয়নের জন্য তাঁর ভোট ব্যাংক ফ্যাক্টর হবে।২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর প্রায় ২৪ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে ওয়ার্ডে। কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান পিন্টু এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছি আমাদের জীবন সম্পূর্ণ ব্যতিক্রম। পিন্টু বলেন জননেতা নয়, জনসেবক হতে চাই।

এ বিভাগের অন্যান্য