সিলেটে ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজ এখন নতুন আঙ্গিকে

মবরুর আহমদ সাজু:

সিলেট ইডেন গার্ডেন কলেজ এখন সংযুক্ত হলো মুহিবুর রহমান ফাউন্ডেশন’র ‘শিক্ষা উদ্যোগ’র- সাথে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ।  দিন বদলে গেছে বদলে গেছে এ যুগের চাহিদা তেমনি আজকের প্রজন্মর পছন্দের শিক্ষাকে জাতির কাছে আরো গুণগত মানে পৌঁছে দিতে সিলেট ইডেন গার্ডেন কলেজ  এখন স্বয়ংসম্পূর্ণ ভাবে নবযাত্রায় নবীন প্রজন্মর স্বপ্ন পূরনের অঙ্গিকারের যাত্রাপথে, জানাযায় এটি একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হবে সিলেটের মধ্যে,মুহিবুর_রহমান_ফাউন্ডেশন’র  ‘শিক্ষা উদ্যোগ’- সাথে স্বয়ংসম্পূর্ণতায় যেখানে থাকছে, উন্নত শিক্ষা ব্যবস্থা, রূচিসম্মত পাঠ্যসূচি ও অত্যাধুনিক উপকরণ সমৃদ্ধ সুসজ্জিত ক্যাম্পাস এবং অভিজ্ঞ-দক্ষ পরিচালনা পর্ষদ ও প্রশিক্ষণপ্রাপ্ত, পরিশ্রমি শিক্ষকমন্ডলি’র শতভাগ আন্তরিক প্রচেস্টায় পরিচালিত বিদ্যমান।  মুহিবুর রহমান ফাউন্ডেশন এ শিক্ষা উদ্যোগ’র- সাথে জড়িয়ে রয়েছে এৗতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  সিলেট   কমার্স   কলেজ   সিলেট   বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, ওমুহিবুর রহমান একাডেমি পর এবার নতুননত্ব দিয়ে সংযুক্ত হল সিলেট ইডেন গার্ডেন কলেজ । যারা একনিষ্ঠভাবে দায়িত্ব পালনে সচেষ্ঠ জাতির কাছে অগ্রণী ভুমিকা পালন করছেন সিলেটবাসীর আলোকিত মানুষ মুহিবুর_রহমান_ফাউন্ডেশন’র চেয়ারম্যান শিক্ষাবিদ মুহিবুর রহমান।  তিনি সিলেটের সময় কে বলেন, শিক্ষার্থীদের সব কিছুর উর্ধ্বে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে যেমন শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার মানোন্নয়নের গুরুত্,সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ,দক্ষ মানব  সম্পদ তৈরি,যুগের চাহিদা পূরণ,তথ্য প্রযুক্তির উন্নতির চরম পর্যায়ের এই যুগে বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। এরূপ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা অর্জন অপরিহার্য। আর এই দক্ষতা-যোগ্যতা নিশ্চিত করতে পারে মানসম্পন্ন শিক্ষা। সায়েন্স আর্টস কমার্স একের ভিতর তিন বিভাগেই ভর্তির সুযোগ রয়েছে একাদশ শ্রেণিতে পছন্দের তালিকায় কোন কলেজ থাকবে তা নিয়ে নানামুখী বিশ্লেষণ করতে হয়েছে শিক্ষার্থীদের। যে কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ভালো আসন্ন একাদশ শ্রেণিতে ভর্তি হতে এমনটাই প্রত্যাশা করছেন একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুকরা । অবিশ্বাস্য সাফল্য  কুড়িয়েছে স্বপ্নাতীত সুনাম  মুহিবুর_রহমান_ফাউন্ডেশন’  ২০১৮-১৯ সেশনে একাদশ শ্রেণিতে বিজ্ঞান_ব্যবসায়_শিক্ষা_ও_মানবিক শাখায় শিক্ষার্থি ভর্তি হবেন এমনটিই সকলের প্রত্যাশা। একের ভিতর তিন বিভাগে  অনেকে ভর্তির জন্য কলেজ বাছাই করেছে তারা  আসন্ন একাদশ । কারো মত ভিন্ন, লেখাপড়া মোটামুটি ভালো হলেই চলবে, উচ্চ মাধ্যমিকের ফলও মোটামুটি ভালো। তবে নিজ বাসা থেকে কাছে থাকার বিবেচনায় অনেকে কলেজ বাছাই করেছে। আবার সরকারি কলেজে সুযোগ-সুবিধা বেশি থাকবে এমন কলেজকেই পছন্দের তালিকায় রেখেছে অনেকে।

এ বিভাগের অন্যান্য