চলে গেলেন কবি বেলাল চৌধুরী

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলাল চৌধুরীর জন্ম ১৯৩৮ সালের ১২ নভেম্বর। আধুনিক বাংলা কবিতায় অসামান্য অবদানের পাশাপাশি তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসাবেও খ্যাতিমান। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে পেয়েছেন একুশে পদক।

কবির প্রকাশিত গ্রন্থসমূহ:
কবিতা: নিষাদ প্রদেশে (১৯৬৪); বেলাল চৌধুরীর কবিতা (১৯৬৮); আত্মপ্রতিকৃতি, স্থিরজীবন ও নিসর্গ (১৯৭৫) ; স্বপ্নবন্দী (১৯৮৪); সেলাই করা ছায়া (১৯৮৫) ; কবিতার কমলবনে (১৯৯২); যাবজ্জীবন সশ্রম উল্লাসে (১৯৯৮); বত্রিশ নম্বর (১৯৯৮)। প্রবন্ধ-গবেষণা; কাগজে-কলমে (১৯৯৭); স্ফুলিঙ্গ থেকে দাবানল (২০০১)। ভ্রমণ কাহিনী : সূর্যকরোজ্জ্বল বনভূমি (১৯৬৪)। শিশুসাহিত্য: সবুজ ভাষার ছড়া (ছড়া, ১৯৮১): বত্রিশ দাত (১৯৮১); সাড়ে বত্রিশ ভাজা। সম্পাদনা: বিশ্বনাগরিক গ্যেটে; জলের ভেতরে চাঁদ ও অন্যান্য গল্প; লঙ্গরখানা; পদাবলী কবিতা সংকলন। অনুবাদ: মৃত্যুর কড়ানাড়া (১৯১৭); ত্রান্তোরা (নাটক)। পুরষ্কার: বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৮৪); অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৯৭); নীহাররঞ্জন পুরস্কার (১৯৯২)

এ বিভাগের অন্যান্য