এস.আই.ইউ’তে আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ এর উদ্বোধন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সি.এস.ই বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের ছাত্র রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ।

তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও কম্পিউটার প্রযুক্তিতে দক্ষতা অর্জনকারীরাই আগামী দিনের পৃথিবীর কাÐারী। আর এস.আই.ইউ এর কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে বাংলাদেশকে আগামী দিনের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য এখন থেকেই তৈরী হতে হবে।’

উক্ত আইসিটি ফ্যাস্ট প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মনির উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, সি.এস.ই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী, আইসিটি ফ্যাস্ট ফল-২০১৭ উদ্যাপন কমিটির আহবায়ক সি.এস.ই বিভাগের প্রভাষক আশিকুল ইসলাম রাজিব, প্রভাষক রাজর্ষী রায়, প্রভাষক এম.এ.জি আসিফ প্রমুখ।

অনুষ্ঠানে হেকাতন কন্টেস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসফেনসি আইটির প্রজেক্ট ম্যানেজার আবু শাহারিয়াররাতুল। ফল-২০১৭ আইসিটি ফ্যাস্ট উপলক্ষে বিভিন্ন আইসিটি প্রতিষ্ঠান রকমারি ইলেকট্রনিক্স ও আইসিটি পণ্য সামগ্রী নিয়ে বিভিন্ন স্টলে উপস্থাপন করে। সূলভ মুল্যে সকল প্রতিষ্ঠান প্রতিটি পণ্যের সাথেই বিভিন্ন ধরণের উপহার সামগ্রী বিতরণ করে। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান জব সেমিনারে অংশগ্রহণ করে। উক্ত আইসিটি ফ্যাস্ট ফল ২০১৭ প্রোগ্রাম আগামীকাল রবিবার বিকাল পর্যন্ত চলবে।

এ বিভাগের অন্যান্য